প্রবারণা পূর্ণিমা ঘিরে স্বধর্ম বৌদ্ধ বিহারে নানা আয়োজন

99

॥ স্টাফ রিপোর্টার ॥

শুভ প্রবারণা পূর্ণিমা ২৫৬৭ বুদ্ধাব্দ উদযাপন উপলক্ষ্যে ঝুলিক্কা পাহাড়ের স্বধর্ম বৌদ্ধ বিহারে বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, ধর্মীয় বন্দনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে বিহারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর।

বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত করুনা পাল থেরোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বড়–য়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সভাপতি শিক্ষক সনৎ কুমার বড়–য়া ও সাধারণ সম্পাদক উদয়ন বড়–য়া। স্বাগত বক্তব্য রাখেন- স্বধর্ম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি মাখন লাল বড়–য়া।

প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সদস্য সচিব ছোটন বড়–য়ার ও সদস্য সবুজ বড়–য়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- আহ্বায়ক বিপ্লব বড়–য়া।

এসময় বড়–য়া জনকল্যাণ সংস্থার উপদেষ্টা প্রদীপ বড়–য়া, সহ-সভাপতি শংকর প্রসাদ বড়–য়া, সাবেক সাধারণ সম্পাদক তপন বড়–য়া, অর্থ সম্পাদক শিক্ষক রঞ্জিত বড়–য়া সহ স্বপন বড়–য়া, রঞ্জিত বড়–য়া এবং উপাসক-উপাসিকা এবং দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর অতিথিরা ধর্মীয় বন্দনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।