॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের পরীক্ষা ২টি কেন্দ্রে আজ শনিবার (১৯ আগষ্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী “গ” ইউনিটের জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)’র শাখা উদ্যোগে ও আয়োজনে ও কেদ্রীয় ছাত্রলীগ এবং স্থানীয় সাংসদ দীপংকর তালুকদার এমপি’র নির্দেশনায় ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেনীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য “তথ্য প্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র”র আওতায় নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে।
ছাত্রলীগের কর্মসূচির মধ্যে ছিলো: তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনকরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ‘জয় বাংলা বাইক সার্ভিস’, বাস সার্ভিস, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, অভিভাবকদের বিশ্রাম গ্রহণের ব্যবস্থাসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করেছে সংগঠনটি। এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ রাঙামাটি জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা “গ” ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ২,৮১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৫৩৯ জন উপস্থিত ছিল এবং উপস্থিতির হার ৯০.০৭%। ২টি উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, উপ-কেন্দ্রগুলো হচ্ছে রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি সরকারি মহিলা কলেজ ।
প্রসঙ্গত: উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ২০২২ এর ‘সি’ ইউনিট এর ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯ টি বিশ্ববিদ্যালয়ে (কেন্দ্রে) একযোগে অনুষ্ঠিত হয়েছে । গত ৩০ জুলাই ২০২২ তারিখ থেকে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। আজ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হলো ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।