প্রসিডেন্ট সাহাবুদ্দিনকে রাবিপ্রবি ভিসির অভিনন্দন

98

॥ স্টাফ রিপোর্টার ॥

মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর শুক্রবার (২৮ এপ্রিল) রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি নতুন প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন এর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ভিসি সেলিনা অভিনন্দন বার্তায় বলেন, অত্যন্ত দৃঢ়চেতা নেতৃত্বের অধিকারি আমাদের নতুন রাষ্ট্রপতি তার দীর্ঘ বিচারিক জীবন এবং দুর্নীতি দমন কমিশনে যে সফলতা দেখিয়েছেন, তা আমাদের জন্য এক উজ্জল দৃষ্টান্ত। ভিসি উল্লেখ করেন- ‘বিচার বিভাগ, রাজনীতি ও সরকারি দায়িত্ব সকল ক্ষেত্রেই তিনি দেশবাসির জন্য এক একটি মাইল ফলক রচনা করে এসেছেন’ তাই আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘ অতীত কর্মময় জীবনের অভিজ্ঞতা আগামী দিনে আমাদের রাষ্ট্র পরিচালনায় সন্দেহাতীতভাবে সহায়ক হবে।

ভিসি মহামান্য রাষ্ট্রপতির সাফল্য কামনা করে বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে রাষ্ট্রকে সঠিক দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নিশ্চয়ই আমাদের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সক্ষম হবেন।

ভিসি আশা করেন, পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে যে বিশ্ববিদ্যালয় পেয়েছে, নতুন চ্যান্সেলরের বিচক্ষণ দিক নির্দেশনায় তা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার প্রসারে ইতিহাস রচনা করতে সক্ষম হবে।

উল্লেখ্য, গত সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনে বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। এর আগে ১৩ ফেব্রুয়ারি তিনি নির্বাচিত হন।