॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে ইসলামী ছাত্র শিবিরের রাঙামাটি পার্বত্য জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাফি নেতৃত্ব দেন।
এসময় শিবির নেতা বন্যা কবলিতদের উদ্দেশ্যে বলেন, আমরা ত্রাণ নয় উপহার দিতে এসেছি এবং আপনাদের দুঃখ ভাগ করে নিতে এসেছি। আমাদের দায়িত্ব¡ ছিল আপনাদের ঘরে ঘরে গিয়ে এই সামান্য উপহার টুকু পৌঁছে দেয়া, কিন্তু আপনারা কষ্ট করে এখানে এসেছেন, এজন্য আপনাদের মোবারকবাদ জানাচ্ছি, আমরা মানবতার কল্যাণে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। কারণ ছাত্রশিবির মনে করে মানুষের বিপদে-আপদে, সুখে দুখে অংশীদার হাওয়া একটি ইবাদত।
এসময় বন্যাপিড়ীত ৫০০ পরিবারের কাছে শুকনো খাবার, সুপেয় পানি, ও জরুরী ওষুধ পৌঁছে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক ইরফানুল হক, রাঙামাটি পৌর শাখার সেক্রেটারি জালাল উদ্দিন, রাঙামাটি সরকারি কলেজ শাখার সেক্রেটারি মোর্শেদুল ইসলাম, জুনাইদুল ইসলাম, ইউসুফ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।