॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত বেসরকারি সংস্থা (এনজিও) সমূহের পক্ষ হতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু মেমোরিয়ালে ফুল দিয়ে জতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাঙামাটিতে কর্মরত এনজিও’র প্রতিনিধিরা। এতে সকল এনজিও’র পক্ষ হতে বিভিন্ন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আশিকা নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, সদস্য সচিব ব্র্যাক এর প্রতিনিধি হাবিবুর রহমান ও প্রচার সম্পাদক শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মো. নাছির উদ্দীনের সার্বিক সহযোগিতায় আয়োজনটি সমাপ্ত হয়। এসময় রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত বেসরকারি সংস্থা (এনজিও) সমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাঙামাটিতে কর্মরত বেসরকারি সংস্থার পক্ষ থেকে জানানো হয় আগামীতেও এনজিওদের পক্ষ হতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপনের মতো এরূপ আয়োজন আগামীতেও অব্যহত থাকবে।