বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শেখ রাসেল স্মৃতি পাঠাগারের আলোচনা সভা

682

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে শেখ রাসেল স্মৃতি পাঠাগার। বুধবার সন্ধায় ভেদভেদীস্থ শেখ রাসেল স্মৃতি পাঠাগার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ফিরোজা বেগম চিনু।

অনুষ্ঠানে শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি রিটন বড়–য়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম আলাউদ্দীনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিকলীগ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম, অত্র সংগঠনের উপদেষ্টা বাবু সমির দত্ত, জেলা যুবলীগের সহ-সভাপতি ফজলুল হক, জেলা স্বেছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি রবিন্দ্র চাকমা (বর্ম)।

আলোচনা সভার পর কেক কাটাসহ উপস্থিত সকলকে মিষ্টিমুখ করনো হয়।