বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আয়োজিত অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

564

॥ ইকবাল হোসেন ॥

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর জেলা তথ্য অফিস আয়োজিত অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় মিলনায়তনে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে জেলা তথ্য অফিস রাঙামাটির উপ-পরিচালক কৃপময় চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা ও চিত্রশিল্পী মো. ইব্রাহীম।

এসময় প্রধান অতিথির বক্তব্য জেলা শিক্ষা অফিসার চিত্রাংকনের মতো উদ্ভাবনী কাজে শিশুদেও ব্যস্ত রাখতে অভিবাকদের প্রতি আহ্বান জানান এবং এধরনের অনুষ্ঠানের আয়োজন করায় জেলা তথ্য অফিস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।