বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে সাংস্কৃতিক জোটের শোক

261

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট (কেন্দ্রীয় সভাপতি – চিত্রনায়ক এমপি ফারুক) রাঙামাটি জেলা শাখা।

সোমবার (১৫ই আগষ্ট) সকালে রাঙামাটি সিও অফিস সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আহ্বায়ক তানিয়া আক্তার।

এসময় জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় দেওয়ানজি তপুসহ জোটের অন্যান্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে সংগঠনটি।