বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি বাঙালি জাতির দায় অপরিসীম: এমপি দীপংকর

128

॥ স্টাফ রিপোর্টার ॥

খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালকদার এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি বাঙালি জাতির দায় অপরিসীম। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তার পরিবার জাতির জন্য জীবন দিয়েছে, আর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে দিয়েছে। এখন আমরা গর্বিত জাতি, আমার সবাইকে এই দায়বদ্ধতার কথা স্মরণে রাখতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও “শেখ রাসেল দিবস ঘিরে রাঙামাটিতে বঙ্গবন্ধু শিক্ষাবীমার মরণোত্তর দাবীর (বৃত্তি) চেক হস্তান্তর ঘিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এই মন্তব্য করেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবসটি ঘিরে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শিক্ষা বীমার চেক হস্তান্তর ছাড়াও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চটগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রায়ত্ব বীমা কোম্পনী জীবন বীমা কর্পোরেশনের মাধ্যমে ২০২১ সালে দেশব্যাপী বঙ্গবন্ধ’ শিক্ষা বীমা প্রচলন করেন। এ বছর ছিল এই পলিসির ১ম মৃত্যুদাবীর বৃত্তির চেক প্রদান। রাঙামাটি থেকে এ বছর চেক পান রাণী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ত্রিশাল তালুকদার। ত্রিশাল তালুকদারের অভিভাবক ও মাতা দিপালী চাকমার মৃত্যুজনিত কারণে শিক্ষাবৃত্তি হিসেবে তার ১৮ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত মাসিক ৫০০/-(পাঁচশত টাকা) হারে এ বৃত্তি পেয়ে যাবেন যা প্রতিমাসে তার ব্যাংক হিসাব-এ জমা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রাম রিজিওনাল অফিসের ম্যানেজার নুরুদ্দিন মোহাম্মদ তৈয়ব, রাঙামাটি সেলস অফিসের ইনচার্জ তপন কুমার ভট্টাচার্য, কর্মকর্তা ঝুমুর চাকমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানাসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।