॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু উন্মুক্ত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।
মঙ্গলবার বিকেলে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক এসএম শফিউল আজমসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা চ্যাম্পিয়ন রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে ২০ হাজার টাকার চেক, ট্রফি ও মেডেল এবং রানার্সআপ ভলকান ক্লাবকে ১৫ হাজার টাকার চেক, ট্রফি ও মেডেল প্রদান করা হয়। এরপর জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।