॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু ২য় বিভাগ ফুটবল লীগে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে সৃষ্টি স্পোর্টিং ক্লাব। রোববার (১৪ নভেম্বর) দুপুরে নিজেদের নিজেদের প্রথম খেলায় রাজবাড়ী একাদশকে ৭-১ গোলে হারিয়ে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেছে দলটি।
সৃষ্টি স্পোর্টিং ক্লাবের পক্ষে সজীব চাকমা ২, নেজাম ১, সুন্দর কুমার ২, মাসুদ ১, চাইচিং মং ১ টি গোল করেন। খেলা চলাকালীন সময়ে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- উপদেষ্টা বিপ্লব চাকমা, মেহেদী আল মাহবুব, নুর ইসলাম সওদাগর, সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম জনি, সহ সভাপতি ওহিদুল আলম, মোঃ আলমগীর, সাংস্কৃতিক ও আইন সম্পাদক জাহিদুল আলম রনি, অর্থ সম্পাদক খায়রুল ইসলাম মনির, সদস্য আমজাদ হোসেন নান্টু, টিপু কর্মকার, আজীবন সদস্য অমিত শীল লাভলু, হেলাল উদ্দিন ও রুবেল প্রমূখ।