বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হাসান মনজু সম্পাদক উৎপল বড়ুয়া

588

॥ স্টাফ রিপোর্টার ॥

বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট রাঙামাটি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক ও মুখ পাত্র অরুন সরকার রানার স্বাক্ষরে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট রাঙামাটি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন- সভাপতি- হাসান মাহমুদ মনজু, কার্যকরী সভাপতি- তপন জ্যোতি চাকমা, সহ-সভাপতি- কৃষ্ণা আইচ, রিপন ঘোষ, পার্থ প্রতীম বড়–য়া, প্রানেশ মজুমদার, বিষ্ণুপদ দাশ, সংগীতা দাশ, মোঃ আলমগীর, বিজ্ঞান্তর তালুকদার, স্বপন কুমার দাশ, জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক- উৎপল বড়–য়া, যুগ্ম সাধারণ সম্পাদক- সুবল বিশ্বাস, মিলন ধর, চির জ্যোতি বড়–য়া। সাংগঠনিক সম্পাদক- সৌরভ দেওয়ান, অপর্ণা দেব রায়, মো. সোহেল রানা। প্রচার ও প্রকাশনা সম্পাদক টিটু রঞ্জন দেবনাথ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক অনুকূল চাকমা, দপ্তর সম্পাদক উত্তম বড়–য়া, সহ-দপ্তর সম্পাদক শিমন চাকমা, অর্থ বিষয়ক সম্পাদক শেখর মল্লিক, তথ্য, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক পারকী চাকমা, আইন বিষয়ক সম্পাদক সাগর চৌধুরী, সহ- আইন বিষয়ক সম্পাদক পিপলু দেব, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দেবু চক্রবর্তী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিফুল দাশ, যুব ও ক্রীড়া সম্পাদক শিমুল কুমার দাশ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রনব কুমার ত্রিপুরা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাজীব কর বুলবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অর্পা দেওয়ান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারান্নুম মৌরী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ¯েœহাশীষ বড়–য়া, সহ- সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক দীপ্তি মজুমদার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মুনতাহা মুনমুন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দিদার আলম সেতু, মহিলা বিষয়ক সম্পাদক ধর্মরতœা চাকমা, ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ। সদস্য- লাভলী আসাম, মিতালী চাকমা, লিপি বড়–য়া, অর্জুন কুমার দাশ, শিল্পী বড়–য়া, অরুন টন চাকমা, মিঠুন পাল, রিপন দাশ, বকুল চাকমা, সুদেষ্ণা বড়–য়া, অজিত দেওয়ান, সজীব বড়–য়া, পবন চাকমা, বন কুসুম বড়–য়া, অনুজ চৌধুরী, স্বপন কর্মকার, কাঞ্চন দে, মুন্নি বড়–য়া, জ্যাকলিন তঞ্চঙ্গ্যা, দীপন চাকমা, জোনাকী চাকমা, রূপম শিকদার, কুন্তি দেবী ত্রিপুরা, সুনিল তঞ্চঙ্গ্যা, প্রিয় বাবু চাকমা, লিপিকা চাকমা, মুন্নি চাকমা, মিঠুন চাকমা, ক্রিসলাল পাংখোয়া, এলিন চাকমা, প্রাণোতোষ বড়–য়া।