বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে রাঙামাটিতে কম্বল বিতরণ

109

ভ্রাম্যমাণ প্রতিনিধি

রাঙামাটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট (কেন্দ্রীয় সভাপতি: বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক, এমপি) এর উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে রাঙামাটি সরকারি কলেজ মাঠে শহরের অসহায় ও শীতার্ত শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন, জোটের জেলা সভাপতি তানিয়া আক্তার। এসময় জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, সঞ্জয় দেওয়ানজি তপু যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মার্সি চাকমা, দপ্তর সম্পাদক দীপ্ত বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবায়েত ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ঝর্ণা বড়ুয়া এবং পরিবেশ বিষয়ক সম্পাদক রুমী রানীধরসহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে তানিয়া আক্তার বলেন, আমরা (বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট) বঙ্গবধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস করি। তার স্মৃতি ধরে রাখতে আমরা রাঙামাটিতে কাজ করে যাচ্ছি। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাবো।