বছরের প্রথম দিনে রাঙামাটিতে পাঠ্যবই উৎসব

308

p...3

স্টাফ রিপোর্টার, ১ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : বিপুল উৎসাহ-উদ্দীপনায় শুক্রবার রাঙামাটিতে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই বিভিন্ন স্কুলের নতুন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা।

সকালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। অন্যদিকে রাঙামাটি শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পরিষদের সদস্য অমিত চাকমা রাজু। পাঠ্যপুস্তক বিতরণকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, সহকারী শিক্ষক সিগ্ধা চাকমা এবং শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নিমা বড়–য়া, সহকারী শিক্ষক অশ্র“ চৌধুরী, বলাকা চাকমা, গুনমিতা চাকমা, শাহীন আক্তার, দ্বিশা ত্রিপুরা, গৌরিকা তালুকদার’সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পাঠ্যবই বিতরণকালে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, জেলার সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসায় আমাদের প্রধান লক্ষ্য। বইয়ের অভাবে কোন শিক্ষার্থী যাতে ঝড়ে না পরে এটা ঠেকানোই এখন আমাদের মূল উদ্দেশ্য। পরিষদের সদস্য অমিত চাকমা রাজু বলেন, শিশু শিক্ষার্থীদের জন্য বছরের এ দিনটি খুব আনন্দের। নতুন বই পেয়ে শিশুরা আনন্দে মেতে উঠে। বই পাওয়ার পরে শিশুদের আনন্দ যা হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। শিশু শিক্ষার্থীরা নতুন বই পেয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখে এটি তাদের ও অভিভাবদের জন্য বড় আনন্দের।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান।