বছরের প্রথম দিনে লেকার্স পাবলিক স্কুলে জাঁকজমকপূর্ণ বই উৎসব

101

॥ স্টাফ রিপোর্টার ॥

নতুন বছরেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। গত শিক্ষাবর্ষে তিন পার্বত্য জেলার মধ্যে সেরা ফলাফল অর্জন করা এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে থাকে।

শিক্ষার্থীদের বই বিতরণ ঘিরে রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- বিদ্যালয় পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও রাঙামাটি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দীন এনডিসি, পিএসসি।

এসময় রাঙামাটি সদর সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল বি এম আশিকুর রহমান পিএসসি, বিদ্যালয়ের অধ্যক্ষ মেজর মীর সোহানসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও কিছু সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের এ বই উৎসবে যোগ দেওয়া শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করেন এবং আজ থেকেই নিজ নিজ পাঠে মনযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।