বন্দুকভাঙ্গায় নানিয়ারচর সেনা জোনের মেডিকেল ক্যাম্প

365

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

রাঙামাটির নানিয়ারচরে আত্মমানবতার সেবায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। নানিয়ারচর জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নানিয়ারচর জোন (১০ বীর) এর আওতায় রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১০০জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, লেঃ কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।

এর আগে সকাল থেকে ক্যাপ্টেন মোঃ আসিফ খান (বিএসএস) এর নেতৃত্বে এলাকার শিশু, নারী ও বয়ষ্কদের মাঝে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়। বিকাল পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং সেবার আওতায় এলাকার ১২০জন স্থানীয়কে চিকিৎসা দেওয়া হয়।

সুবিধাভোগী নির্মল কান্তি চাকমা জানায়, দুর্গম এই ইউনিয়নে বাড়ির পাশে উন্নত চিকিৎসা সেবা পেয়ে আমি অনেক খুশি। বাংলাদেশ সেনাবাহিনীর এই চিকিৎসা সেবা অব্যাহত থাকলে পাহাড়ি এলাকার সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।