স্টাফ রিপোর্টার, ১১ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : লংগদু উপজেলার ভাসাইন্যা আদম ইউনিয়নে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ ২১ পরিবারকে ক্ষতিপূরনের টাকা হস্তান্তর করেছে রাঙামাটি উত্তর বন বিভাগ। রোববার দুপুরে বন্যহাতির আক্রমণে নিহতদের স্বজন ও আহতদের পরিবার সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও রাঙামাটির জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তানভীর আযম সিদ্দিকী, সেনা জোনের জেডএসও মেজর আরিফুল ইসলাম, উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শহিদ উল্লাহ ও ভাসাইন্যা আদম ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন,প্রমুখ।
এসময় ভাসাইন্যা আদম ইউনিয়নে বন্যহাতির আক্রমণে হতাহত সর্বমোট ২১টি পরিবারকে সর্বমোট ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতিপূরনের চেক হস্তান্তর করা হয়। রাঙামাটির বনবিভাগ কর্তপক্ষের মাধ্যমে তৈরিকৃত তালিকা অনুসারে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় বনকর্মকর্তা তৌহিদুল ইসলাম।
পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান