|| বরকল প্রতিনিধি ||
নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ এই স্লোগানে রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রজনন মৌসুমে মাছ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় ভুষনছড়া ইউনিয়নের জেলেদের মাঝে একমাসের চাল বিতরণ করা হয়।
এসময় সরকারি তালিকাভুক্ত জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তার আওতায় ভিজিএফএ’র ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে ভুষনছড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে জেলেদের মাঝে উক্ত খাদ্য সহায়তা হিসেবে এ চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মো. মামুনর রশীদ মামুন,প্যানেল চেয়ারম্যান আব্দুস ছবুর তালুকদার, ইউপি সদস্য আবু সাইদ, আব্দুল জলিল, রহুল আমিনসহ আরো অনেকে।
খাদ্য সহায়তা বিতরণের সময় ইউপি চেয়ারম্যান মো. মামুনর রশিদ বলেন, কাপ্তাই লেকের মাছ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে মাছ আহরণসহ যে কোন ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এসময় সকল জেলের এই সময়টাতে নদীতে না নামতে ও মাছ না ধরতে অনুরোধ জানান তিনি। মা মাছ রক্ষায় সরকারী আদেশ পালনে আইন শৃঙ্খলা বাহিনী, মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা সার্বক্ষনিক টহল দিচ্ছেন বলেও জানান তিনি।