বরকলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

355

॥ বরকল প্রতিনিধি ॥

বরকল উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় বরকল বাজার থেকে র‌্যালি নিয়ে উপজেলার বিশেষ কিছু অংশ প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন, পরে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে আয়োজনের মূল পর্ব শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক সবির কুমার চাকমা, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম (মনির)। বরকল উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনির হোসেন মনির’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্যে মোঃ আবকর হোসেন চৌধুরী বলেন, পার্বত্য এলাকায় রাস্তা-ঘাট উন্নত হচ্ছে, পাহাড়ের আনাচে কানাচে বিদ্যুতের আলো পৌঁছে যাচ্ছে, নেটওয়ার্ক সেবা পৌছে যাচ্ছে দূর দুরান্তে এসব কেবল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় সম্ভব হচ্ছে। দেশকে এগিয়ে নিতে আমাদের আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্য সন্তোষ কুমার চাকমা বলেন, বরকল প্রাচীনতম উপজেলা ভৌগোলিক অবস্থার সুযোগ নিয়ে এক সময় আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন গুলো এখানে আস্থানা তৈরি করে থাকত। একটা সময়ে বরকলে আওয়ামী লীগের পক্ষে কেউ নির্বাচন করার সাহস পেত না। কিন্তু বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অবস্থার উন্নতি হয়েছে। তিনি আরো বলেন, আপনারা জানেন রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে হররিণা হয়ে সাজেক পর্যন্ত রাস্তার কাজ চলছে। শত প্রতিবন্ধকতা পেরিয়ে আজ পাহাড়ে উন্নয়ন হচ্ছে। অনেক প্রচেষ্টায় বরকলে একটি কলেজ হয়েছে। তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে আগামীতে আমাদের মানুষের পাশে দাড়াতে হবে।

আলোচনার শেষে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। প্রসঙ্গত, সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী ১১ নভেম্বর হলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে তা যথা সময়ে পালন করতে পারেনি সংগঠনটির নেতাকর্মীরা।