বরকলে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত ৩দিনের কৃষি মেলা শনিবার শেষ হয়েছে। স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই’ গ্লোগানে এবারের কৃষি মেলার আয়োজন করা হয়।
উন্নতজাতের আম,সুপারি, লিচু, আমড়া এ চার প্রজাতির ফলদ চারা প্রদর্শনীর আয়োজন করা হয়। কৃষিবিভাগের মাঠ কর্মী ও কর্মকর্তারা জানান, উপজেলার ৫টি ইউনিয়নে কৃষকদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। প্রতিটি ২-৩’শ করে ৫ইউনিয়নে সহ্রসাধিক ফলদ চারা দেয়া হয়েছে।
এসব চারা ভুষণছড়া, আইমাছড়া, বড় হরিণা, বরকল সদর ও সুবলং ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বৌদ্ধ বিহার, প্রাথমিক বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে বিতরণ করা হয়।
কৃষি মেলায় উপজেলা কৃষি বিভাগের মাঠকর্মী ও কর্মকর্তারা কৃষক ও স্থানীয়দের কৃষি সংক্রান্ত তথ্য ও পরামর্শ দেন। এ কাজে দায়িত্ব পালন করেন, কৃষি কর্মকর্তা শিমুল চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুপ দত্ত, সুব্রত চৌধুরী, প্রজ্ঞা জ্যোতি চাকমা, চিরজ্যোতি চাকমা, সুকুমার তালুকদার, উত্তরা চাকমা, সুনিতা চাকমা, ম্যাখ্যাইচিং চৌধুরী, এলি চাকমা।
এর আগে বৃহস্পতিবার বরকল উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিন দিনের এ কৃষি মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমার সভাপতিত্বে কৃষি মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান, উপজেলা চেয়ারম্যান মনি চাকমা, ভাইস চেয়ারম্যান বিধান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান-কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিরা উন্নতজাতের আম, সুপারি, লিচু, আমড়া এসব ফলদ চারার প্লটগুলো পরিদর্শন করেন।