বরকল উপজেলায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সালামী বিতরণ

1

।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ।।

রাঙামাটির বরকল উপজেলার ফারুক ই আজম দাখিল মাদ্রাসার হলরুমে এক অনাড়ম্বর পরিবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সালামী বিতরণ করা হয়। সকালে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রত্যেককে ঈদের উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা হযরত আলী এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মিনহাজ মুরশিদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মাওলানা এবি এম তোফায়েল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মিনহাজ মুরশিদ বলেন, “ইমাম ও মুয়াজ্জিন সমাজের দর্পণস্বরূপ। অথচ তারাই সবচেয়ে অবহেলিত ও আর্থিকভাবে অনগ্রসর। সমাজের প্রকৃত উন্নয়নের জন্য তাদের উন্নয়ন নিশ্চিত করা জরুরি। এজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরো বলেন, “জেলা পরিষদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে। তবে এই উপহার ঈদের আগেই আপনাদের হাতে তুলে দিতে পারলে বেশি ভালো হতো।”

প্রধান বক্তা মাওলানা এবি এম তোফায়েল উদ্দিন বলেন, “ইমাম ও মুয়াজ্জিন শুধু মসজিদের নেতা নন, তারা সমাজেরও প্রকৃত নেতা। আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অনস্বীকার্য। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও জামায়াতের বরকল উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।