বরকল প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : সীমান্তবর্তী দূগর্ম পাবর্ত্য রাঙামাটি বরকল উপজেলায় এবার বিদ্যুৎ পৌছে গেল। বৃহস্পতিবার দুপুরে বরকল উপজেলা সদর চৌমূহনীতে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎতের সুইস টিপে উদ্বোধনের মাধ্যমে বরকল উপজেলাকে আলোকিত করেন। বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড সদস্য (বিতরণ) মীজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, পার্বত্য প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা প্রসাশক সামশুল আরেফিন ও জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রমূখ।
বিদুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রি নসরুল হামিদ বলেন, এই নিগৃহিত বরকলবাসী তথ পার্বত্য চট্টগ্রামবাসী যদি আগামী দিনে সারা বাংলাদেশের উন্নয়নের অংশ হতে চান, তাহলে বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া বিকল্প নাই, আওয়ামী লীগ ছাড়া বিকল্প নাই, নৌকা ছাড়া বিকল্প নাই। এই ডিসেম্বর মাসে আপনাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, যে আশার আলো আজ শেখ হাসিনা আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌছে দিলেন, সে আলোকে আপনাদের ধরে রাখতে হবে। আমি আবার আসবো, আমার সফলতা সেদিন হবে, মনে রাখবেন আগামী বছর আমি পার্বত্য এলাকার প্রত্যেকটি ঘরে বিদুৎ দেখতে চাই। বর্তমানে বাংলাদেশে কোন বিদুৎতের ঘাটতি নেই, খুটি লাইন নেই বলে আমি বর্তমানে বিদুৎ দিতে পারছি না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিদুৎ মন্ত্রী বিএনপি-জামাতকে উদ্যেশে বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের একটি উন্নত দেশ দেখতে চাচ্ছে, আর আপনার পশ্চাদপদ দেশ দেখতে চান, মন মানসিকতার পরিবর্তন করুন, সারা বাংলাদেশের মানুষ আলোকিত হতে চাই। সুতারাং শেখ হাসিনার কোন বিকল্প নাই।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান