বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাঙামাটি হাসপাতালে এডভোকেসি সভা

366

॥ স্টাফ রিপোর্টার ॥
লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২ কর্তৃক আয়োজিত “ইনক্রিজ এওয়ারনেস অন অকুপেশনাল এন্ড এনভায়ারমেন্টাল হেলথ দু মেডিকেল ওয়েষ্ট ম্যানেজমেন্ট” শীর্ষক সেবা প্যাকেজের (প্যাকেজ নং. এল এন্ড এইচইপি এস-১৭/২০১৯-২০২০) আওতায় বাংলাদেশ মেডিকেল সায়েন্স হোম নামক বেসরকারী কনসাল্টিং ফার্ম এর সহযোগিতায় রাঙামাটি জেনারেল হাসপাতালে জেলার স্বাস্থ্য শিক্ষা প্রচারাভিযানের অংশ হিসাবে ১টি এডভোকেসি সভা সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় রাঙামাটি জেনারেল হাসপাতালে উক্ত চিকিৎসা বর্জ্য  ব্যবস্থাপনা বিষয়ক এডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এতে রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর এর সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুপতি রঞ্জন চাকমা, উপ-সেবা তত্ত্বাবধায়ক মঞ্জুশ্রি বড়–য়া এবং বাংলাদেশ মেডিকেল সায়েন্স হোম এর সহযোহিতায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ঢাকা থেকে আসা গবেষক শাহিদা আক্তার। এছাড়াও এতে রাঙামাটি জেনারেল হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারীসহ মোট ২৫ জন উপস্থিত ছিলেন।