বর্ণাঢ্য আয়োজনে ঢাকার আগারগাঁওয়ে পর্যটন দিবস পালন

399

Dr Mati pic 1.0

২৭ সেপ্টেম্বর ২০২২, ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।

নিজস্ব প্রতিবেদক: আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবসে ‘মুজিবের বাংলাদেশ’ ব্র্যাডিং শিরোনাম ও ‘পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্যে সারাদেশে নানা কর্মসূচি পালন করছে বাংলাদেম ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন। তারই অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠানসহ নানান কার্যক্রম করেছে সংস্থা দুটি। সকাল সোয়া ৮টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। সকাল পৌনে ৯টা পর্যন্ত আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি। শোভাযাত্রার প্রথম সারিতে মোটরসাইকেল নিয়ে অংশ নেন টুরিস্ট পুলিশের সদস্যরা। এরপর ছিল বাংলার আবহের ঐতিহ্য হিসেবে প্রতীকি পালকি। আর সেই পালকিতে দেখা মেলে নতুন বর-কনের। সেই সঙ্গে ছিল বাংলার আদিবাসী, জেলে, বাউলসহ নানা চরিত্র। ছিল ঐতিহ্যের ঘোড়ার গাড়ি ও হাতি।
শোভাযাত্রা ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এছাড়া মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের সহ ট্যুরিজম সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদনা- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক বাঙামাটি।