বর্তমানে নির্বাচন পদ্ধতিতে ফেরেস্তা দিয়েও শতভাগ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: মুজিবুল হক চুন্নু এমপি

152

॥ স্টাফ রিপোর্টার ॥

বর্তমানে নির্বাচন পদ্ধতিতে ফেরেস্তা দিয়েও শতভাগ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। একমাত্র নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নু এমপি। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কোন আসন নিয়ে ভাগাভাগিতে যাবে না, এককভাবে তিশ আসনে নির্বাচন করবে।

বুধবার জাতীয় পাটির রাঙামাটি জেলা শাখার দ্বি-বার্ষিক সন্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলনায়নে জাতীয় পার্টির জেলা সভাপতি মোঃ হারুনুর রশীদ মাতব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য সােলায়মান আলম শেঠ, প্রেসিডিয়াম সদস্য মোঃ রেজাউল ইসলাম ভুইয়া, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারন সম্পাদক প্রজেশ চাকমা। বক্তব্যে দেন খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির মনিন্দ্রলাল ত্রিপুরা, জেলা মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক সুফিয়া কামাল জিমি, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এসকে সাইফুল ইসলাম, কৃষক পার্টির নেতা কামাল পারভেজ, জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক চন্দন বড়ৃয়া, , জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মীর আব্দুর সবর, যুব পার্টির সভাপতি মির্জা মাসুদ রানা,রেজাউল করিম মিন্টু,জাতীয় পার্টির জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার,জ্যোতি বিকাশ চাকমা প্রমুখ।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলনু উড়িয়ে দ্বিবার্ষিক সন্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি। পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নু এমপি। সন্মেলনে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন। সন্মেলনে দশ উপজেলার তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি বলেন, নির্বাচন আসন্ন। এই নির্বাচন কি হবে জানি না। তবে জাতীয় পার্টি কারোর সাথে চির স্থায়ী বন্ধুত্ব নেই,চির শত্রুও নেই। আমরা মাঝামাঝি একটি দল। এই দলটি গণতান্ত্রিক ও নির্বাচনে বিশ্বাস করে। জাতীয় পার্টি কারোর দাসত্ব স্বীকার করে এক হয়নি।