বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আয়োজনে নানিয়ারচরে মতবিনিময় সভা

145

নানিয়ারচর প্রতিনিধিঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মহিলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে নানিয়ারচরে মতবিনিময় সভা করেছে উপজেলা আওয়ামী মহিলা লীগ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বুড়িঘাট ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ সভাপতি আসমা আক্তার।

নানিয়ারচর উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবা বেগমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা নুর জামালের সঞ্চালনায় উপজেলা যুবলীগ যুগ্ন সম্পাদক মো. শাহিন, বুড়িঘাট ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হামিদা বেগম, সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ভাইস চেয়ারম্যান এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।