ঢাকা ব্যুরো অফিস, ৬ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : ‘কলাম লেখকরা পারেন সমাজ রূপান্তর ঘটাতে’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের প্রচার ও গণমাধ্যম উপপরিষদ আয়োজিত কলাম লেখকদের সাথে আজ ৬ ফেব্রুয়ারি সংগঠনের সুফিয়া কামাল ভবনের আনোয়ার বেগম, মুনিরা খান মিলনায়তনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। সভায় বক্তব্য উপস্থাপন করেন প্রচার ও গণমাধ্যম সম্পাদক দিল মনোয়ারা মনু। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম।
সভায় উপস্থিত ছিলেন সৈয়দ আবুল মকসুদ, মুহম্মদ জাহাঙ্গীর, খোন্দকার ইব্রাহিম খালেদ, আনোয়ারা সৈয়দ হক, মমতাজ লতিফ, সোহরাব হাসান, ইলিরা দেওয়ান, নীলরতন হালদার, রাজীব মীর, কাজী তামান্না, তুষার কণা খোন্দকার, আশা মেহেরীন আমিন, কাওসার রহমান, সঞ্জীব দ্রংসহ ১৩ জন কলাম লেখক। এছাড়াও সংগঠনের সহ-সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, রেখা চৌধুরী, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, রোকেয়া সদন সম্পাদক নাসরীন মনসুর, পরিবেশ সম্পাদক পারভীন ইসলাম প্রমুখ।
সভা পরিচালনা করেন প্রচার ও গণমাধ্যম উপপরিষদের সদস্য সাংবাদিক মুনিমা সুলতানা।
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান