বাইশারীতে প্রতিমন্ত্রী বীর বাহাদুর : আমরা কথায় নয় কাজে বিশ্বাসী

500

p..2

 

বাইশারী সংবাদদাতা , ৫ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ও পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈচিং) এমপি বলেন, একমাত্র শিক্ষিত জাতিরাই দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। তিনি বলেন, বীর বাহাদুর কথায় নয় কাজে বিশ্বাসী এবং বীর বাহাদুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই এমপি। তিনি সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাড়িয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করার আহবান জানান।

শনিবার ৪ ডিসেম্বও ২০১৫, বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে কনসার্ন ইউনিভার্সেল ও একতা মহিলা সমিতির আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, একতা মহিলা সমিতির চেয়ারম্যান আনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বাবু লক্ষী পদ দাস, জেলা পরিষদ সদস্য ক্যাউচিং চাক, সহ সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইসমাঈল, এমপি প্রতিনিধি খাইরুল বশর, বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম নুর আহমদ মজুমদার, কনসার্ন ইউনিভার্সেল কর্মকর্তা জাহেদ হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তাহের কোম্পানী, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আলম, যুবলীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম বাহাদুর প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তছলিম ইকবাল চৌধুরী ও ছাত্রলীগ সভাপতি চুচুমং মার্মার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ির ৩১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল হাসান মুর্শেদ (পিএসসি-জি+), বান্দরবান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান হাজি ছৈয়দ আহমদ, দৌছরি ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা উপজেলা সভাপতি রাজা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুস সত্তার, শ্রমিক লীগ সভাপতি জহির উদ্দীন প্রমুখ।

উল্লেখ্য, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর বাইশারীতে প্রথমে বাইশারী করলিয়ামুরা সড়কের গর্জন খালের উপর নির্মিত পিআইও ব্রিজ, হলদ্যাশিয়া গর্জন ছড়ার উপর নির্মিত পিআইও ব্রিজ, পল্লী বিদ্যুৎ সংযোগ স্থাপন, বাইশারী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ছাড়াও বাইশারী তদন্ত কেন্দ্রের নির্মানাধীন মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান