॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউপিডিএফের (প্রসিত গ্রুপের) কর্মী নিপুণ চাকমার মরদেহ উদ্ধার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে বটতলা থেকে রোববার দুপুরে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বাঘাইছড়ি থানার সার্কেল এসপি ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী- নিপুন চাকমার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার রাতে স্থানীয় গ্রামবাসী বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কনসার্ট আয়োজন করে। ওই কনসার্টে নিপুন চাকমাও অংশ নেন। কনসার্ট চলাকালে নিপুণ চাকমাকে গুলি করে অজ্ঞাত দুই সন্ত্রাসী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকান্ডের জন্য জনসংহতি সমিতি (এমএন লারমা) কে দায়ী করে ইউপিডিএফ। তবে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে জনসংহতি সমিতি (এমএন লারমা)। হত্যাকান্ডের প্রতিবাদে রোববার বাঘাইছড়িতে আধাবেলা সড়ক অবরোধ পালন করেছে ইউপিডিএফ।