বাঘাইছড়িতে বন্যা কবলিতদের মাঝে জেলা জামায়াতের ত্রাণ

113

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার উদ্যোগে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জিলার আমীর আব্দুল আলীম দুর্গতদের হাতে এসব ত্রাণ সমগ্রী তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারী মো মনছুরুল হক, পশ্চিম মুসলিম ব্লক মসজিদের খতিব মাওলানা কবির আহমদ, বাঘাইছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর ওবাইদুল হক, সাবেক মেম্বার ব আব্দুর রাজ্জাকসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এতে প্রধান অতিথি বলেন,দক্ষিন চট্টগ্রাম,কক্সবাজারসহ দেশের বিভিন্নস্হানে সংঘটিত বন্যাকবলিত মানুষের পাশে থাকার জন্য জামায়াতে ইসলামী সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াত মজলুম সংগঠন হয়েও আর্ত মানবতার সেবায় সবসময় এগিয়ে আসছে। প্রেসবিজ্ঞপ্তি