।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ।।
বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৭০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা শাখা।
শনিবার আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহসভাপতি মাওলানা সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান ও হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট জনাব আমিমুল্লাহ ফারুক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বাঘাইছড়ি উপজেলার সাবেক সভাপতি মুহাম্মদ ইমরান হোসাইন, শ্রমিক নেতা মুহাম্মদ নেয়ামত উল্লাহ, মুহাম্মদ জহিরুল ইসলাম ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, “বিগত ১৭ বছর স্বৈরাচারী শাসনের কারণে আমাদের জনগণের পাশে দাঁড়াতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে এখন থেকে ইনশাআল্লাহ, আমরা আপনাদের পাশে থাকব। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে আমরা সবাইকে সাথে চাই।”
বিশেষ অতিথি আমিমুল্লাহ ফারুক বলেন, “একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনাদের ভূমিকা অপরিহার্য। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বড় পরিসরে আপনাদের পাশে থাকব।”
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।