॥ স্টাফ রিপোর্টার ॥
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), রাঙামাটি জেলা শাখার আওতাধীন বাঘাইছড়ি উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট ও পৌর শাখার ৩১সদস্য বিশিষ্ট এবং রাজস্থলী উপজেলা শাখার ৩৭সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের ১টি রেস্টুরেন্টে নব গঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে কমিটি বুঝিয়ে দেন জেলা জাসাস সভাপতি মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক পঠন চাকমা।
এসময় বাঘাইছড়ি উপজেলা জাসাস সভাপতি মো. সিদ্দিক আলী, সাধারণ সম্পাদক মো. সোলাইমান, বাঘাইছড়ি পৌর জাসাস সভাপতি মো. মাসুদ, রাজস্থলী উপজেলা জাসাস সভাপতি ডা. উক্যহলা (উক্যচিং) মারমা, সাধারণ সম্পাদক আবু ঈসা রিপন উপস্থিত ছিলেন।