॥ বাঘাইছড়ি সংবাদদাতা ॥
বাঘাইছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও কাজের গতি বাড়াতে গ্রাম পুলিশ বাহিনী বাঘাইছড়ি ৮ ইউনিয়নে মহিলাসহ ৮০ জন সদস্যকে ১টি করে বাই সাইকেল, একসেট পোশাক, ব্যাগ, টর্স লাইট, লাঠি, টুপি, বেল্ট, ছাতা সহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেছে উপজেলা প্রশাসন।
রোববার দুপুর ২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সরঞ্জাম প্রদান করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলর সহ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাই সাইকেল ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে, তাই তাদের কাজের গতি বাড়াতে এসব প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।