বাঘাইছড়িতে আঞ্চলিক দুই গ্রুপের বন্দুক যুদ্ধে তিনজন হতাহত

401

স্টাফ রিপোর্টার

বাঘাইছড়িতে পাহাড়ি আঞ্চলিক দলগুলোর দুই গ্রুপের মধ্যে সংঘটিত ঘন্টাব্যপী এক বন্দুক যুদ্ধে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার দুই কিলো নামক স্থানে দুই আঞ্চলিক দলের বন্দুক যুদ্ধের ঘটনাটি ঘটে। এ সময় জানং চাকমা নামে জেএসএস সন্তু লারমা গ্রুপের এক সদস্য এবং অপর পক্ষে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য মনিময় চাকমাসহ মোট দুইজন নিহত হয়েছে। ঘটনার মাঝখানে পড়ে মনির হোসেন ওরফে মনু মিয়া নামে পথচারী এক বাঙালি শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে স্থানীয়রা জানায়।

সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয়রা মনু মিয়াকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা ঘটনাস্থলে যায়।

স্থানীয় সুত্রমতে, আঞ্চলিক সংগঠন সন্তু লারমা সমর্থিত জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিক এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলি ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।