রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে (এমএন লারমা) গ্রুপের উপর ইউপিডিএফ’র সশস্ত্র কর্মীদের গুলি করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে সাজেকের বাঘাইহাট গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এমএন লারমা গ্রুপের ২-৩ কর্মী শীত নিবারণের জন্য কাচালং নদীর পাড়ে আগুন পোহানোর সময় ইউডিএফ সশস্ত্র কর্মীরা ওই এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এমএন লারমা গ্রুপের উপর ব্রাশ ফায়ার করলে তারা বাঁচার জন্য কাচালং নদীতে ঝাঁপ দেয়। নদীতে ডুবে থাকা অবস্থায়ও তাদের ব্রাশ ফায়ার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে বাঘাইহাট জোনের আওতাধীন চেক পোষ্টের দূরত্ব ১০০ গজ হওয়ায় চেক পোষ্টে দায়িত্বে থাকা সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড গুলি ছোড়ে। ওসি বলেন, হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।