বাঘাইছড়িতে ব্যক্তিগত উদ্যোগে করোনা টিকার ফ্রি নিবন্ধন

379

॥ স্টাফ রিপোর্টার ॥

বাঘাইছড়িতে ব্যক্তিগত উদ্যোগে করোনা টিকার ফ্রি নিবন্ধন, টিকার কার্ড বিতরণ ও ফটোকপিসহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে স্থানীয় এক যুবক। বুধবার সকালে বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকায় ভাড়া করা জেনারেটর দিয়ে করোনা টিকার ফ্রি নিবন্ধন ক্যাম্প পরিচালনা করে বাঘাইছড়ি উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকার মোঃ আবু তাহেরের পুত্র মোঃ জয়নাল আবেদীন নিরব।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত করোনা ১৫০জন ব্যক্তিকে করোনার ফ্রি নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে জয়নাল। ব্যক্তিগত উদ্যোগে সেবামূলক এই কার্যক্রম পরিচালনা করায় এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন এই যুবক।

এবিষয়ে বাঘাইছড়ি পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন বলেন, জয়নাল এলাকার সাধারণ নারী পুরুষের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে করোনার ফ্রি নিবন্ধন করে দিয়েছে। এই সেবামূলক কার্যক্রম প্রশংসার দাবি রাখে।