বাঘাইছড়িতে র‍্যাবের অভিযানে নাশকতার মামলার পলাতক আসামী আটক

558

॥ সালাহ উদ্দিন শাহীন ॥
রাঙামাটি জেলার বাঘাইছড়ির আমতলীতে অভিযান চালিয়ে ঢাকায় নাশকতার মামলার পলাতক আসামী হেফাজত নেতা হাছান ইমামকে আটক করেছে র‌্যাব। শনিবার মধ্যরাত ৩ টার সময় বাঘাইছড়ির আমতলী কবিরপুর বড় মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। ওইদিন গভির রাতে র‌্যাবের কমান্ডার লেঃ কঃ গোলাম মির্জার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে ঢাকায় নাশকতা মামলার পলাতক আসামী হেফাজত ইসলামের সক্রিয় সদস্য হাছান ইমামকে আটক করা হয়। পরে রাতেই তাকে নিয়ে র‌্যাব সদস্যরা ঢাকার উদ্দেশ্য রওনা হয় বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান। আটক হাছান ইমাম ঢাকায় হেফাজত ইসলামের হরতালের সময় ঘোড়ায় চড়ে পতাকা হাতে বেশ কিছু গাড়ীতে অগ্নি সংযোগ ও ভাংচুর চালায়। মামলার আসামী হওয়ার পর ঢাকা তেকে লাপাত্তা হয়ে যায় সে। জানা গেছে প্রযুক্তির সহায়তায় র‌্যাব তার অবস্থান চিহ্নিত করে জানতে পারে যে হাছান বাঘাইছড়ির আমতলী মাদ্রাসায় আত্মগোপনে রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এ বিষয়ে জােিয়ছেন, মাদ্রাসাটির কোন নিবন্ধন নেই, মাদ্রাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।