বাঘাইছড়ি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক

235

|| সংবাদ বিজ্ঞপ্তি ||

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির প্রয়াত সভাপতি হাজী মো. শাহ আলমের আপন ছোট ভাই মো. নুরুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক জানিয়েছে রাঙামাটি জেলা বিএনপি।

শনিবার রাতে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কর্তৃক প্রেরিত বার্তায় শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় তিনি উল্লেখ করেন, বাঘাইছড়ি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম হাজী মো. শাহ আলমের আপন ছোট ভাই মো. নুরুল আলম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত-রাত আনুমানিক সাড়ে ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী, ১পুত্র ২কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার মৃত্যুতে বাঘাইছড়ি বিএনপির যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।