বাঙালহালিয়াতে সেনাবাহিনী ও বন বিভাগের অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ

385

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার রাইখালী রেঞ্জের আওতাধীন নারানগিরি এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোন অটল ৫৬ বেঙ্গলের অধিন বাঙালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ড অফিসার মোঃ হাফিজ আল ফায়ছালের নেতৃত্বে সোমবার রাত ১১টায় বিপুল পরিমান অবৈধ সেগুন গোল কাঠসহ একটি পিকআপ গাড়ী জব্দ করেছে।

স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলা নারানগিরি ও বাঙালহালিয়া এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠ গুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সেগুন গোল কাঠ ও পিকআপ গাড়ী সহ আটক করা হয়।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।