বাঙালহালিয়া ইউপির সচিব পদ শূণ্য থাকায় জন ভোগান্তি

87

॥ আজগর আলী খান ॥

রাঙামাটি রাজস্থলী উপজেলার তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদে জনগুরুত্বপূর্ণ সচিবের পদটি দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। এতে ইউপি সদস্য এবং জনগণ চরমভাবে ভোগান্তির মধ্যে রয়েছে বলে জানা গেছে। স্থায়ীভাবে সচিব পদটি শূণ্য থাকায় এ ইউনিয়নের উন্নয়নকাজে বাধাগ্রস্থ হচ্ছে বলে স্থানীয় ভূক্তভোগী জনগন সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন। বর্তমানে এ পদে ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত আছেন, উপজেলার ২ নংগাইন্দ্যা ইউপি সচিব চাথোয়াই মারমা।

খবর নিয়ে জানা যায়, ইউপি নির্বাচনের পর পরিষদের সচিব অবসরে গেছেন বলে স্থানীয়রা জানান। উল্লেখ্য থাকে যে, এ ইউনিয়নটি একটি জনবহুল হিসাবে পরিচিত। চলতি মওসূমে স্থানীয় সরকারের অধীনে বেশ কিছু উন্নয়ন প্রকল্প এবং জনগণের মৌলিক কাজ, সচিব সংকটের কারণে থমকে আছে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন। এলাকাবাসীরা স্থানীয়ভাবে সচিব নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ঠদের প্রতি দাবী জানান। এ ব্যাপারে বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, গত ১৯ নভেম্বরে আমার পরিষদের সচিব অবসরে যাওয়ার পর গুরুত্বপূর্ণ কাজ গুলো ঝুলে আছে। তাই আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি শীঘ্রই একজন সচিব নিয়োগ দিয়ে পরিষদের যাবতিয় কাজ স্বাভাবিক রাখার জন্য আশু কামনা করছি।

বিষয় টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস বলেন, গত নভেম্বরে বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের সচিব অবসরে গেছেন। পরিষদের স্বার্থে জেলা প্রশাসকের সাথে আলাপ করে উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের সচিব সাথোয়াই মারমা কে তিন মাসের জন্য দায়িত্ব পালন করার মৌখিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। আমি বিষয় টি নিয়ে মন্ত্রণালয়ে চিটি প্রেরণ করেছি। খুব শীঘ্রই একজন সচিব নিয়োগ করা হবে।