বান্দরবানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির মানববন্ধন

116

॥ বান্দরবান প্রতিনিধি ॥

পুলিশের বাধা অপেক্ষা করে বান্দরবানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে মানবধিকার লংঘনের শিকার নেতাকর্মী ও নাগরিক পরিবার স্বজনদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার সকালে বান্দরবান শহরের মারমা বাজার এলাকায় বিএনপি এই কর্মসূচি পালন করেন। পরে সেখানে এক সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা বিএনপির সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মিসেস মাম্যা চিং এর সভাপতিত্বে মানববন্ধনে বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুসাই মং, সদর পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট উম্যাসিং, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার নাথ, জেলা কৃষক দলের সভাপতি অংজ মারমাসহ শ্রমিক দল, সেচ্চসেবক দল, যুবদল ও মহিলা দলের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

মানববন্ধনে বক্তারা বলেন- আজ দেশের জনগণ এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। মানবাধিকার লঙ্ঘনের দিক দিয়ে বাংলাদেশ তালিকার শীর্ষে রয়েছে। আমরা রাজপথে আছি, থাকবো। তবুও আমরা এই সরকারের নির্বাচন মানবো না। অতি শিগগিরই দেশের জনগণ আওয়ামীলীগ সরকারের পতন ঘটাবে।