বান্দরবানে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” কমিটির বান্দরবান জেলা শাখার উদ্দ্যেগে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র ও মুক্তিযোদ্ধাদের নির্যাতনের প্রতিবাদে এবং প্রশাসন থেকে স্বাধীনতা বিরোধীদের অপসারনের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” ব্যানারে শুক্রবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের বান্দরবান জেলা শাখার সভাপতি মংহ্নৈচিং এর সভাপতিত্বে এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা সুশীল বড়–য়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক মো:জাফর আলম, সহ: সাংগঠনিক সম্পাদক মো: তারেকুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক ইয়াছিনুল হাকিম চৌধুরী, আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান, মো: শফিকুল ইসলাম টিটু,আনোয়ার মিয়া, খোকন বড়–য়া,রুজিনা আক্তার, সেলিনা আক্তার, সালেহা বেগম, মো.হেলাল উদ্দিন, জাহিদুল ইসলাম ও সাহেদুল ইসলাম ও সহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
এসময় মানববন্ধনে বক্তারা “ মানববন্ধন থেকে সকল অসম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক দল এবং সংগঠন সমূহকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র-প্রতিরোধ করার জন্য ঐক্যবন্ধভাবে রুখে দাঁড়ানোর আহব্বান জানান এবং মুক্তিযোদ্ধা কোট নিয়ে ষড়যন্ত্রও মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন প্রতিরোধ করার জন্য সকল মুক্তিযোদ্ধা ও তাঁেদর পরিবার বর্গদের রাজপথে নামার আহব্বান করা হয় এবং শীঘ্রই প্রশাসন থেকে স্বাধীনতা বিরোধীদের অপসারনের দাবি জানান।