বান্দরবানে ট্যুরিস্ট পুলিশ চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচি

354

॥ বান্দরবান প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মানুষের জীবন বাঁচাতে অক্সিজেনের গুরুত্ব অপরিসীম। এই অক্সিজেন পাওয়া যায় গাছ থেকে। আবার পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেও গাছের ভূমিকা গুরুত্বপূর্ণ। বেশি করে গাছ লাগালে প্রাকৃতিক পরিবেশ রক্ষার পাশাপাশি সৌন্দর্যও বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। সবাইকে গাছ লাগানোর প্রতি মনোযোগ দিতে হবে।

শনিবার সকালে সদরের মেঘলায় ট্যুরিস্ট পুলিশ কার্যালয় চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম ও ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ট্যুরিস্ট পুলিশ এই বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজন করে।

ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ এর পুলিশ সুপার মো. আবদুল হালিম। এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক প্রমূখ।