বান্দরবানে ত্রিপুরা সংসদের নবনির্মিত সম্মেলন কক্ষ উদ্বোধন করলেন মন্ত্রী

113

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবান ত্রিপুরা কল্যাণ সংসদের কনফারেন্স হল ও কার্যালয় ভবনের সমাপ্তকৃত সংস্কার কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শনিবার (৫ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২৩লক্ষ টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ সংসদের কনফারেন্স হল ও পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ১৫লক্ষ টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ সংসদের কার্যালয় ভবনের সমাপ্তকৃত সংস্কার কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো:তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যহা পানজি ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, বান্দরবান জেলা শাখার সভাপতি এ্যাড. খুশীরায় ত্রিপুরা, সহ-সভাপতি গাব্রিয়েল ত্রিপুরা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার প্রত্যেক ধর্মের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় মন্ত্রী আরো বলেন, পার্বত্য এলাকায় প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গীর্জা নির্মাণের ফলে সানন্দে প্রতিটি ধর্মীয় উৎসব পালন করতে পারছে সবাই। বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদযাপন করতে পারছে এবং আগামীতে করতে পারেবে। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সবাইকে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল ভোগ করার আহবান জানান এবং এলাকার গরীব ও অসহায়দের সহায়তায় জন্য জনপ্রতিনিধিদের পাশে থাকার আহবান জানান।