॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানে সোনালী ব্যাংকের ম্যানেজার’সহ কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন টাকার ব্যবসা করার অভিযোগ উঠেছে। খুচরা টাকার চাহিদা থাকার পরও নতুন টাকা ব্যবসায়ী, অন্যান্য ব্যাংক এবং গ্রাহকদের না দিয়ে বাড়তি টাকা নিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে মুষ্টিমেয় ব্যক্তিদের সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বান্দরবান বাজারের ব্যবসায়ী ইউনুচ, ঠিকাদার মোহাম্মদ জিয়া অভিযোগ করে বলেন, কয়েকবার যাবার পরও সোনালী ব্যাংকের ক্যাশ ম্যানেজার মোহাম্মদ ইউনুচ নতুন টাকা দেয়নি।
কিন্তু আমরা দাড়িয়ে থাকা অবস্থায় অনেককে নতুন খুচরা টাকা দিয়েছে। ৫ হাজার ৩/৪ শ টাকা এবং লাখে ৪/৫ হাজার টাকা বাড়তি দিলেই সোনালী ব্যাংকে নতুন টাকা মিলছে। নতুন টাকায় সোনালী ব্যাংকে কর্মকর্তাদের ঈদ বাণিজ্য চলছে। খুচরা টাকার প্রয়োজন থাকায় বেসরকারী ব্যাংক ৫ লাখ পুরাতন খুচরা টাকা নিয়েছি। অভিযোগ অস্বীকার করে সোনালী ব্যাংকের ক্যাশ ম্যানেজার মোহাম্মদ ইউনুচ বলেন, সকলকে নতুন টাকা দেয়া সম্ভব নয়। গ্রাহক এবং ব্যবসায়ীদের নতুন টাকা দেয়া হচ্ছে। গ্রাহকের চাহিদা মত টাকা দিতে না পারায় অভিযোগ করছে। পছন্দের ব্যাক্তিদের বেশি টাকা নিয়ে নতুন টাকা দিচ্ছি কথাটি সত্য নয়।
বান্দরবান সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দলিলুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ৫ কোটি টাকা নতুন নোট দিয়েছেন। কিন্তু চাহিদা পঞ্চাশ কোটি টাকা। গ্রাহকদের নতুন টাকা এবং ব্যবসায়ীদের খুচরা টাকা না দেয়ার কোনো কারণ নেই। ক্যাশিয়ার নতুন টাকা দেয়নি আমায় এমন অভিযোগ কেউ করেনি। আমাকে জানালে অবশ্য টাকা ব্যবস্থা করে দিতাম। এখনো নতুন টাকা আছে ব্যাংকে। টাকাতো গ্রাহকের জন্যই।