বান্দরবানে নারী ও কিশোরীদের উন্নয়নে কাজ করেছে একেএস

341

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের অনন্যা কল্যাণ সংগঠন এর পরিচালনায় “Our Lives, Our Health, Our Futures” প্রকল্পের কার্যক্রম উপজেলা পর্যায়ে অবিহিতকরণ ও তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বান্দরবানের বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠন অনন্যা কল্যাণ সংগঠনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে এক মতবিনিময় সভা ও নতুন দুটি প্রকল্পের কর্মসুচী সর্ম্পকে জানাতে গিয়ে নারী ও কিশোরীদের ক্ষমতায়ণ এবং যুব অগ্রগতির মাধ্যমে টেকসই উত্থান কর্মসূচী সর্ম্পকে বিস্তারিত ধারণা দেন আয়োজকেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসাপ্রু মার্মা। এসময় বান্দরবান সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরি, ইঘচঝ লিয়াসন অফিসার শরীফ চৌহান চৌধুরী,অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর প্রোগ্রাম ডিরেক্টর দীনেন্দ্র ত্রিপুরা, সদর থানার ওসি (তদন্ত) মো.গোলাম রসুল, প্রকল্প সমন্বয়কারী ম্যামিসিং মার্মা, শ্রেয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লাল পেককিম বম, OLHF প্রকল্পের প্রোগ্রাম মনিটরিং এন্ড ইভালুয়েশান অফিসার উসুইহ্লা মার্মা, OLHF প্রকল্পের প্রোগ্রাম অফিসার কাম ট্রেইনার য়ইসানু মার্মা, OLHF প্রকল্পের প্রোগ্রাম ট্রেনার অফিসার পাইমেচিং, কমিউনিটি ফেসিলিটেটর কুলসুমা আক্তার, ক্যমংচিং মার্মা, ইলিপ্রু মার্মাসহ বান্দরবানের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের কিশোরীরা উপস্থিত ছিলেন।