বান্দরবানে পালি কলেজের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

201

॥ বান্দরবান প্রতিনিধি ॥

পালি শিক্ষার গুরুত্ব বিকাশ এবং পালি ভাষা সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানে পঞঞাপারমী মহাবিজ্জালয়া পালি কলেজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নে ১কোটি টাকা ব্যয়ে নবনির্মিত উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এই পঞঞাপারমী মহাবিজ্জালয়া পালি কলেজ এর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো: শেখ ছাদেক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রাজকুমার চহ্লা প্রু জিমি, বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের দায়ক দায়িকারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্টানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্কুল কলেজ স্থাপনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার ফলে এক সময়ের পিছিয়ে পড়া জনপথ পার্বত্য জেলা বান্দরবান এখন শিক্ষা নগরীতে পরিণত হয়েছে।

এসময় তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়নের জন্য আগামীতে তিন পার্বত্য জেলার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। বান্দরবানের এই পালি কলেজ স্থাপনের ফলে বান্দরবানের শিক্ষার্থীরা পালি ভাষার গুরুত্ব ,তাৎপর্য ও এই ভাষা সর্ম্পকে শিক্ষাগ্রহণ করতে পারবে।