॥ বান্দরবান প্রতিনিধি ॥
সারা দেশে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দূর্নীতির প্রতিবাদে হারিকেন, কুপি হাতে নিয়ে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে বান্দরবান জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১ টায় বান্দরবান সদরস্থ বিদ্যুৎ অফিসের সামনে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করেন। পরে এই সমস্যা সমাধানে বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, জৈষ্ঠ্যের খর তাপে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এর ওপর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষ দুঃসহ জীবন পার করছে।
বক্তারা বলেন, বর্তমানে গ্রামের জন্য চাহিদার তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ কম পাচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। গ্রাম-গঞ্জের মানুষ ২৪ ঘন্টায় মাত্র ১ থেকে ২ ঘন্টা বিদ্যুৎ পায়। মফস্বল শহরগুলোতে রাতে ২ ঘন্টার বেশী বিদ্যুৎ থাকে না। দিনের বেলাও অধিকাংশ সময় লোডশেডিংয়ে আচ্ছন্ন থাকে। প্রচন্ড গরম ও যানবাহনের ধুমায়িত বহ্নিতে রাজধানীসহ সারাদেশ যেন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। এখানেও দিনে-রাতে ৬ -৭ ঘন্টার বেশী বিদ্যুৎ থাকে না। মানুষের বসতবাড়িতে
সীমাহীন দুর্ভোগের পাশাপাশি বিদ্যুতের অভাবে ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ শিল্প-কলকারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ও পর্যায়ক্রমে সেগুলি বন্ধ হওয়াার উপক্রম হয়েছে। এর চেইন রিএ্যাকশনে ক্রমাগতভাবে কর্মহীন হবে লক্ষ লক্ষ মানুষ।
এসময় বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি মাম্যা চিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সহ-সভাপতি লুসাই মং মারমা,জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, চনুমং মারমাসহ জেলা বিএনপি’র বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।