বান্দরবানে ভেজাল খাদ্যের বিরুদ্ধে আদালতের অভিযান

318

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানে ভেজাল ও নকল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। আসন্ন রমজানে খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয় অভিযান কালে। সোমবার সকালে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: নাজমুল হোসাইন এই অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে মুদি দোকান, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও খাদ্যদ্রব্য যাচাই করা হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানে ময়লাযুক্ত দ্রব্য বিক্রির ঘটনায় মালিকপক্ষকে প্রাথমিকভাবে সর্তক করা হয়। আগামীতে নিয়মিত নিরাপদ খাদ্য আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সহ বিদ্যমান অন্যান্য ফৌজদারী ও বিশেষ আইনের অধীনে ভেজালকারীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী বিচারক। ভ্রম্যমান আদালতের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে বাজারে অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের বিষয়ে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

অভিযান কালে আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সুমধুর চক্রবর্তী, আদালতের রেকর্ডকীপার শহিদুল্লাহ কায়ছার।

এদিকে আসন্ন রমজানকে সামনে রেখে বান্দরবান জেলা শহরসহ একযোগে সাত উপজেলায় এই ধরনের অভিযান চলছে।