॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে প্রাথমিক স্কুলের পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান জেলা সদরের ১৮টি প্রাথমিক স্কুলের ৫২০ জন শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার সকালে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন- পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত এলাকায় শিক্ষা উপকরণসহ শিক্ষা বিস্তারে সবসময় স্থানীয় সকল জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী সবসময় ছিল। এখনো আছে এবং আগামীতে থাকার আশ্বাস দেন।
জেলা প্রাথমিক কর্মকর্তা আবদুল মান্নান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, রিজিয়নের কর্মকর্তা মেজর রিয়াদ হোসেন, মেজর সাইক উজ্জামান প্রমুখ।
শিক্ষার্থীদের খাতা, কলম, রং পেন্সিল, টিফিন বক্স, পানির ফ্লাক্স, স্কুল ব্যাগ সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়। অনুষ্ঠানে স্কুলগুলোর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।